ব্রিলিয়ান্ট কানেক্ট হচ্ছে একটি আইপি কলিং সফটওয়্যার যেটা ব্যবহার করে 35 পয়সা পার মিনিটে যেকোন নাম্বারে কথা বলতে পারবেন যেকোনো লোকাল নাম্বারে।
ব্রিলিয়ান্ট কানেক্ট হচ্ছে বাংলাদেশ-ভিত্তিক দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও টেলিফোন-সম্পর্কিত সার্ভিস প্রোভাইডার। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ফ্রি মেসেজিং ও কলিং অ্যাপ। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ ডেসক্রিপশন অনুসারে, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করে মোবাইল ডাটা বা ওয়াইফাই এর সাহায্যে উপভোগ করা যাবে ফ্রি কলিং সুবিধা।
ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ এর ফিচারসমুহ
ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ এর বিভিন্ন ফিচার যেকোনো কারোই পছন্দ হতে বাধ্য। আদর্শ মেসেজিং অ্যাপ হতে গেলে যে কয়টি ফিচার এর প্রয়োজন, সবই বিদ্যমান অ্যাপটিতে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের ফিচারসমুহ হলোঃ
- যেকোনো লোকাল নাম্বারে কথা বলা যাবে 35 পয়সা প্রতি মিনিট কলরেটে|
- রেজিষ্ট্রেশন করলেই পাওয়া যাবে 11 ডিজিটের একটি নিজস্ব ব্রিলিয়ান্ট মোবাইল নাম্বার, যা 09638 দিয়ে শুরু|
- যেকোনো কাস্টমার কেয়ার সার্ভিস এর নাম্বারে / IPTSP নাম্বারে কল সম্পূর্ণ ফ্রি|
- বর্তমান বিশ্বের যে কোন দেশ থেকে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন|
- আলাদা ফোন নাম্বার থাকায় নিজের নাম্বার হাইড করে কল করা যাবে ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করে|
- ব্রিলিয়ান্ট নাম্বার থেকে কল করা যাবে দেশ বিদেশের যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন নাম্বারে|
- অ্যাপটি অন্যান্য মেসেজিং অ্যাপ থেকে 6 গুণ ইন্টারনেট সাশ্রয়ী বলে দাবি ডেভলপারের
- অ্যাপটির ব্যবহারকারীরা ফ্রিতে একে অপরের সাথে অডিও কিংবা ভিডিও কলে কথা বলতে পারবেন
- থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশনযুক্ত শতভাগ নিরাপদ চ্যাটিং ব্যবস্থা|
- অ্যাপটিতে রয়েছে বাংলা ভাষার সাপোর্ট|
- বাংলা স্টিকার এর বিশাল কালেকশন রয়েছে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটিতে|
- থাকছে টেক্সট, ছবি, ভিডিও, লোকেশন, ফাইলস, ভয়েস ইত্যাদি পাঠানোর সুবিধা
- অ্যাপটিতে গ্রুপ চ্যাটিং সুবিধাও বিদ্যমান।
উল্লেখ্য যে, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ব্যবহার করে ব্রিলিয়ান্ট কানেক্টে প্রদত্ত ফোন নাম্বার ব্যবহার করে লোকাল নাম্বারে কল করা গেলেও, লোকাল নাম্বারে এসএমএস পাঠানো যায়না অ্যাপটি ব্যবহার করে। একজন ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ব্যবহারকারী শুধুমাত্র অন্য ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহারকারীকে মেসেজ পাঠাতে পারে।
ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
ব্রিলিয়ান্ট কানেক্ট একাউন্ট রিচার্জ করার নিয়ম
ক্লিক করুন
Comments
Post a Comment